প্রিন্ট এর তারিখঃ Nov 5, 2025 ইং || প্রকাশের তারিখঃ Nov 1, 2025 ইং
কয়রায় এতিমখানা ও হেফজ খানার ছাত্রদের মাঝে দুম্বার গোস্ত বিতরণ

কয়রায় এতিমখানা ও হেফজ খানার ছাত্রদের মাঝে দুম্বার গোস্ত বিতরণ
মোস্তাফিজুর রহমান (কয়রা প্রতিনিধি)
খুলনা জেলার কয়রা উপজেলায় এতিমখানা ও অসহায়দের মধ্যে দুম্বার গোস্ত বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে সৌদি আরব সরকারের পক্ষ থেকে পাঠানো দুস্থ ও এতিমখানা মাদ্রাসার জন্য বরাদ্দকৃত দুম্বার গোস্ত বিভিন্ন এতিমখানা, মাদ্রাসায় ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
বিতরণ করেন, উপজেলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মামুনুর রাশিদ। ও উপজেলা (পিআইও) অফিসের অফিস সহকারীগণ।
জানা গেছে, খুলনা জেলা থেকে উপজেলা পর্যায়ে ১৯ কাটুন দুম্বার গোস্ত বরাদ্দ দেওয়া হয়। উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে দুম্বার মাংশ গুলো বিভিন্ন এতিমখানা ও হাফিযজিয়া মাদ্রাসায় বিতরণ করা হয়।
কয়রা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মামুনুর রশীদ বলেন, সৌদি আরব সরকার প্রতিবছর বাংলাদেশের দরিদ্র ও ইয়াতিমদের জন্য দুম্বার গোস্ত পাঠান। বিতরণের জন্য।
তালিকা অনুযায়ী মাংস গুলো এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসায় বিতরনের নির্দেশ দেয়া আছে সে অনুযায়ী উপজেলার ৪৫ প্রতিষ্ঠানে এ মাংস বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী বলেন, নির্দেশনা অনুযায়ী প্রাপ্ত দুম্বার মাংস এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের মাঝে বিতরণ করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ সূর্যোদয় খুলনা