প্রিন্ট এর তারিখঃ Nov 4, 2025 ইং || প্রকাশের তারিখঃ Nov 2, 2025 ইং
সুন্দরবনে ৭ হরিণ শিকারীকে আটক করেছে বনবিভাগ।

সুন্দরবনে ৭ হরিণ শিকারীকে আটক করেছে বনবিভাগ।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কোকিলমনি টহল ফাঁড়ির হোন্দল এলাকায় হরিণ শিকারের প্রস্তুতিকালে সাত জন শিকারীকে আটক করেছে
শনিবার (১অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে শরণখোলা স্মার্ট টিম-১ এর সদস্যরা অভিযান চালিয়ে তাদেরকে আটক করে
আটককৃত ব্যক্তিরা হলেন
বাগেরহাটের রামপাল উপজেলার সগুনা গ্রামের মৃত তারাপদ পালের ছেলে মনোজ পাল (৪২), বাইনতলা গ্রামের মৃত আ. হামিদের ছেলে মুজিবুর রহমান (৫৬), চাঁনপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে মুনাফ আলী মোল্লা (২২), একই গ্রামের মৃত খাদেম শেখের ছেলে মোজাম্মেল শেখ (৫২), বারইপাড়া গ্রামের কান বাবুর ছেলে খান তামিম (২০), সত্তার মল্লিকের ছেলে ওহিদ মল্লিক (৩৬) এবং মোংলা উপজেলার জয়মনি গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে আলী হোসেন (৪৫)।
এসময় তাদের কাছ থেকে বনবিভাগের পতাকাসহ দুটি ট্রলার, ১০০টি হরিণ শিকারের হাটা ফাঁদ, একটি মই জাল, একটি করাত, ২০টি কন্টেইনার, দুটি ড্রাম, একটি নোঙর, তিনটি ত্রিপল, দুটি পাতিল ও দুটি ককসিট জব্দ করা হয়েছে।
সুন্দরবন পূর্ব বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী জানান, দুবলার চরের আলোরকোলে সানতন ধর্মের রাস পূজা উপলক্ষ্যে পূণ্যার্থীর ছদ্মবেশে শিকারী চক্র বনে প্রবেশ করেন। তারা গভীর রাতে কোকিলমনি টহল ফাঁড়ির হোন্দলের বনাঞ্চলে ফাঁদ পেতে হরিণ শিকারের প্রস্তুতি নিচ্ছিলেন। এমন খবরে স্মার্ট টিমের টিম লিডার দিলীপ মজুমদারের নেতৃত্বে বনরক্ষীরা অভিযান চালিয়ে সাত শিকারীকে আটক করতে সক্ষম হন।
ডিএফও মো. রেজাউল করিম চৌধুরী আরও জানান, আটক শিকারীদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে রবিবার (২নভেম্বর) দুপুরে সাত আসামীকে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ সূর্যোদয় খুলনা