প্রিন্ট এর তারিখঃ Nov 4, 2025 ইং || প্রকাশের তারিখঃ Nov 4, 2025 ইং
জোট করলেও ভোট করতে হবে নিজ দলের প্রতীকে আরপিও সংশোধন অধ্যাদেশ জারি করেছে সরকার

জোট করলেও ভোট করতে হবে নিজ দলের প্রতীকে
আরপিও সংশোধন অধ্যাদেশ জারি করেছে সরকার
ঢাকা, ৪ নভেম্বর ২০২৫ —
নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধিত রাজনৈতিক দলগুলো জোট গঠন করে নির্বাচনে অংশ নিলেও নিজেদের দলীয় প্রতীকেই ভোট করতে হবে— এমন বিধান সংযোজন করে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন অধ্যাদেশ জারি করেছে সরকার।
সোমবার (৩ নভেম্বর) রাষ্ট্রপতির অনুমোদনের পর এই সংশোধিত অধ্যাদেশ জারি করা হয়। এর মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ আইনি পরিবর্তন আনল সরকার।
এর আগে গত ২৩ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে আরপিও সংশোধন অধ্যাদেশের খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়। তখন জোটের প্রতীকের বিধান থাকা ২০ অনুচ্ছেদে সংশোধনের প্রস্তাব নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল মতামত দেয়।
বিএনপি জোটের প্রতীকের বিধান বাতিলের প্রস্তাবে আপত্তি জানালেও, জামায়াতে ইসলামি ও ন্যাশনাল কনজারভেটিভ পার্টি (এনসিপি) সংশোধন বহাল রাখার পক্ষে অবস্থান নেয়।
অবশেষে সরকারের জারিকৃত অধ্যাদেশে বলা হয়েছে— কোনো নিবন্ধিত দল জোট গঠন করলেও জোটের প্রার্থী অন্য দলের প্রতীক ব্যবহার করতে পারবে না। প্রতিটি দলকেই তাদের নিজস্ব প্রতীকে ভোটে অংশ নিতে হবে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই সংশোধন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে নতুন রাজনৈতিক বাস্তবতায় নিয়ে যাবে এবং জোট রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ সূর্যোদয় খুলনা