আলোচিত নেত্রী রুমিন ফারহানার নাম বিএনপির মনোনয়ন তালিকায় নেই
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রাথমিক মনোনয়ন তালিকায় আলোচিত আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার নাম নেই বলে জানা গেছে।
দলীয় সূত্রে জানা গেছে, এবার মনোনয়ন প্রক্রিয়ায় নতুন নেতৃত্বকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সেই ধারাবাহিকতায় আগের সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেতাদের মধ্যে অনেকের নাম তালিকা থেকে বাদ পড়েছে।
রুমিন ফারহানা ২০১৯ সালে বিএনপির সংরক্ষিত নারী আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি দলের আইনবিষয়ক সম্পাদক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন জ্যেষ্ঠ আইনজীবী। দলীয় বিভিন্ন কর্মসূচি ও টকশোতে সাহসী ভূমিকার কারণে তিনি সবসময় আলোচনায় ছিলেন।
তবে বিএনপির দায়িত্বশীল একাধিক সূত্র জানিয়েছে, মনোনয়ন প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি। তালিকায় পরিবর্তনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।