পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে দুদকের করা পৃথক তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিকদের বিরুদ্ধে করা তিন মামলায় রাজউকের সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলমকে গ্রেফতার দেখানো হয়েছে।
রবিবার (২ নভেম্বর) ঢাকার চার নম্বর বিশেষ জজ মো. রবিউল আলম দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার দেখান।
" title="Types Of ভাড়াটিয়া || Comedy Special || Sanjay Das - Bishakto Sanju | Joy-Rupam-Ayan-Shuvro || 2024" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" referrerpolicy="strict-origin-when-cross-origin" allowfullscreen>