বিএনপির মনোনয়ন ঘোষণার ২৪ ঘন্টা না পেরোতেই ১ জনের মনোনয়ন স্থগিত
নিউজ ডেস্কঃ-
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। গতকাল সোমবার (৩ নভেম্বর ২০২৫) রাজধানীর গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে মোট ২৩৭টি সংসদীয় আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। এর মধ্যে মাদারীপুর-০১ (শিবচর উপজেলা) আসনের জন্য প্রাথমিকভাবে জনাব কামাল জামান মোল্লার নাম ঘোষণা করা হলেও পরে তা স্থগিত করা হয়েছে।
বিএনপি সূত্রে জানা গেছে, অনিবার্য কারণবশত: মাদারীপুর-০১ আসন এবং উক্ত আসনের মনোনয়নপ্রাপ্ত ব্যক্তির নাম আপাতত স্থগিত রাখা হয়েছে। পরবর্তী সময়ে বিষয়টি চূড়ান্ত করে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।
দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বলেন, “আমরা ধাপে ধাপে বাকি আসনগুলোরও প্রার্থী তালিকা প্রকাশ করব। বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে নির্বাচনের মাধ্যমে জনগণের রায় নিতে প্রস্তুত।”